Present Perfect continuous tense কি ? Present Perfect continuous tense কাকে বলে ? Present Perfect continuous tense বলতে কি বুঝায় ?
Present Perfect continuous Tense : কোন কাজ পূর্বে একটি নিদিষ্ট সময় হইতে আরম্ব হইয়া এখনো চলিতেছে এরূপ বুঝালে Verb এর Present Perfect continuous Tense হয় ।
যেমন :
1. তানিয়া সকাল থেকে পড়িতেছে - Tania has been reading since morning.
2. রিনা দুই ঘন্টা যাবত পড়িতেছে - Rina has been reading for two hours.
3.তাহারা আধা ঘন্টা যাবত খেলিতেছে - They have been playing for half an hour.
4.আমি দুপুর থেকে মাছ ধরিতেছি - I have been catching fish since noon.
5. মেয়েগুলি এক ঘন্টা যাবত সাঁতার কাটিতেছে - The girls have been swimming for an hour.
6. বালিকাটি বিশ মিনিট যাবত গান গাইতছে - The girl has been singing for twenty minutes.
7. আমি তিন বছর যাবত এই কলেজে পড়িতেছি - I have been reading in this college for three years.
8. মা এক ঘন্টা যাবত রান্না করিতেছেন - mother has been cooking for an hour.
9. মনির তিন বছর যাবত এখানে বাস করিতেছে - Monir has been living here for three years.
10. সে চার ঘন্টা যাবত কাজ করিতেছে - He has been working for four hours.
Sentence গঠন করার নিয়ম ।
গঠন : Subject + have been / has been +মূল verb + ing + since / for / from + object +Extension.
গঠন প্রনালী : এক্ষেত্রে মূল verb এর সাথে ing বসে এবং তার আগে subject অনুযায়ী have been, has been এর যে কোন একটি বসে ।
বিঃ দ্রঃ- সকাল থেকে,বিকাল থেকে,দুপুর থেকে এরূপ সময়ের উল্লেখ থাকলে since বসে এবং দুই ঘন্টা,চার ঘন্টা,পাঁচ ঘন্টা এরূপ সময়ের উল্লেখ থাকলে for বসে ।
since/for/form কখন কখন বসে?
ReplyDeleteসকাল থেকে,বিকাল থেকে,দুপুর থেকে এরূপ সময়ের উল্লেখ থাকলে since বসে এবং দুই ঘন্টা,চার ঘন্টা,পাঁচ ঘন্টা এরূপ সময়ের উল্লেখ থাকলে for বসে । ধন্যবাদ ।
DeleteFrom কোথায় বসে?
ReplyDeleteFrom এর ব্যবহার Present Perfect Continuous Tense এ:-
Delete1)যখন কোনও বার হতে থাকে তখন from বসে।
অর্থাৎ মঙ্গলবার হতে, রবিবার হতে ইত্যাদি
Ex:-Roma has been driving from sunday.
2) অনেক বেশি সময়ের ক্ষেত্রে From বসে।
Ex:-He has been living here from his boyhood.
3) কোনও ব্যাক্তিগত ক্ষেত্রে From বসে।
যেটুকু জানি সেটাই লিখলাম। কেউ এর অধিক জানলে কমেন্ট করুন প্লীজ।
From kothai Bose?
ReplyDeleteGood ar😍
ReplyDeleteVery good
ReplyDeleteThis is very helpful article.
ReplyDeleteThere are many benefits
ReplyDeleteখারাপ নয় মোটামুটি ঠিকই আছে
ReplyDelete"It has been raining"
ReplyDeleteএর বাংলা কি হবে?
This is very good article...
ReplyDeleteSportzfy APK Download