Sentence কি ? Sentence বলতে কি বুঝায় ? Sentence কত প্রকার ও কি কি ?



Sentence কি ? Sentence বলতে কি বুঝায় ? Sentence কত প্রকার ও কি কি ?









Sentence (বাক্য): দুই বা ততদিক word বা শব্দ সমষ্টি একত্রে মিলিত হইয়া যখন একটি পূর্নাঙ্গ মনের ভাব প্রকাশ করে তখন তাকে Sentence বা বাক্য বলে ।



যেমন :

1. আমি ভাত খাই - I eat rice.

2. তাহারা মাঠে খেলিতেছে - They are playing in the field.

3. আল্লাহ তোমার মঙ্গল করুক - May Allah bless you.

4. এদিকে এসো - Come here.

5. হায় ! লোকটি মারা গেছে - Alas ! The Man is dead.



Sentence এর প্রকারভেদ : অর্থ অনুসারে Sentence কে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে ।

যেমন:



1. Assertive Sentence ( বর্ণনা মূলক বাক্য )

2. Interrogative Sentence ( প্রশ্নবোধক বাক্য )

3. Imperative Sentence ( অনুঙ্গাসূচক বাক্য )

4. Optative Sentence ( প্রার্থনাসূচক বাক্য )

5. Exclamatory Sentence ( বিস্ময় সূচক বাক্য)

1 comment:

Theme images by konradlew. Powered by Blogger.